ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
A ১৮১৬, ১০ মার্চ
B ১৮০১, ৫ মে
C ১৮০০, ৪ মে
D ১৮২১, ৪ জুন
Solution
Correct Answer: Option C
ভারতের ইংরেজ গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি ১৮০০ খ্রিস্টাব্দের ৪ মে কলকাতার লালবাজারে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। ১৮০১ সালের ২৪শে নভেম্বর কলেজে বাংলা বিভাগ প্রতিষ্ঠিত হলে অধ্যক্ষ হিসেবে যােগদান করেন শ্রীরামপুর মিশনের পাদ্রী এবং বাইবেলের বাংলা অনুবাদক উইলিয়াম কেরী।
বাংলা গদ্যের বিকাশকালে স্থাপিত উল্লেখযোগ্য প্রতিষ্ঠান ও তাদের প্রতিষ্ঠাকাল
- এশিয়াটিক সোসাইটি : ৭৮৪
- সংস্কৃত কলেজ : ৭৯১
- শ্রীরামপুর মিশন (ব্যাপ্টিস্ট মিশন) : ১৮০০
- ফোর্ট উইলিয়াম কলেজ : ১৮০০
- হিন্দু কলেজ (বিশপস্ কলেজ ১৮৩১) : ৮১৭
- শ্রীরামপুর কলেজ : ৮১৮
- গৌড়ীয় সমাজ : ১৮২৩
- তত্ত্ববোধিনী সভা : ১৮৩৯