Solution
Correct Answer: Option C
-নীল নদের পরে কঙ্গো নদী আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী।
-এটি 4,700 কিলোমিটার (2,900 মাইল) দীর্ঘ এবং 4,000,000 বর্গ কিলোমিটার (1,500,000 বর্গ মাইল) এলাকা নিষ্কাশন করে.
-আমাজন নদীর পরে কঙ্গো নদীটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী এবং এটি পৃথিবীর গভীরতম নদী।