বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে?

A    আইজাক নিউটন

B    স্টিফেন হকিংস

C    হেনরিক মার্জ

D    জেমস ওয়াট

Solution

Correct Answer: Option D

- স্কটিশ উদ্ভাবক ও প্রকৌশলী জেমস ওয়াট আধুনিক বাষ্পীয় ইঞ্জিন বা Steam Engine আবিষ্কার করেন।
- ১৭৬৯ সালে তিনি তাঁর উন্নত বাষ্পীয় ইঞ্জিনের পেটেন্ট লাভ করেন যা শিল্প বিপ্লবে বৈপ্লবিক ভূমিকা রাখে।
- তাঁর নামানুসারেই ক্ষমতার আন্তর্জাতিক একক 'ওয়াট' (Watt) নির্ধারণ করা হয়েছে।
- মূলত টমাস নিউকমেনের তৈরি আগের ইঞ্জিনকে উন্নত ও অধিক কার্যক্ষম করে তিনি এই সফলতা পান।

ভুল অপশনগুলো কেন হল না:
আইজাক নিউটন মহাকর্ষ বল ও গতির সূত্রের জন্য বিখ্যাত। স্টিফেন হকিংস একজন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী যিনি ব্ল্যাক হোল ও কসমোলজি নিয়ে কাজ করেছেন (বিখ্যাত বই: A Brief History of Time)। হেনরিক মার্জ নামে কোনো বিখ্যাত বিজ্ঞানী নেই (সম্ভবত হেনরিখ হার্টজ বোঝানো হয়েছে যিনি বেতার তরঙ্গ আবিষ্কার করেন)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions