Solution
Correct Answer: Option D
- স্কটিশ উদ্ভাবক ও প্রকৌশলী জেমস ওয়াট আধুনিক বাষ্পীয় ইঞ্জিন বা Steam Engine আবিষ্কার করেন।
- ১৭৬৯ সালে তিনি তাঁর উন্নত বাষ্পীয় ইঞ্জিনের পেটেন্ট লাভ করেন যা শিল্প বিপ্লবে বৈপ্লবিক ভূমিকা রাখে।
- তাঁর নামানুসারেই ক্ষমতার আন্তর্জাতিক একক 'ওয়াট' (Watt) নির্ধারণ করা হয়েছে।
- মূলত টমাস নিউকমেনের তৈরি আগের ইঞ্জিনকে উন্নত ও অধিক কার্যক্ষম করে তিনি এই সফলতা পান।
ভুল অপশনগুলো কেন হল না:
আইজাক নিউটন মহাকর্ষ বল ও গতির সূত্রের জন্য বিখ্যাত। স্টিফেন হকিংস একজন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী যিনি ব্ল্যাক হোল ও কসমোলজি নিয়ে কাজ করেছেন (বিখ্যাত বই: A Brief History of Time)। হেনরিক মার্জ নামে কোনো বিখ্যাত বিজ্ঞানী নেই (সম্ভবত হেনরিখ হার্টজ বোঝানো হয়েছে যিনি বেতার তরঙ্গ আবিষ্কার করেন)।