তরল পদার্থের ঘনত্ব মাপার যন্ত্র কোনটি?

A হাইড্রোমিটার

B ব্যারোমিটার

C থার্মোমিটার

D    ফেরোমিটার

Solution

Correct Answer: Option A

হাইড্রোমিটার (Hydrometer) - তরলের আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব
অ্যাটমোমিটার (Atmometer) - বাষ্পীভবনের হার 
পাইরোমিটার (Pyrometer) - উচ্চ তাপমাত্রা
স্পিডোমিটার (Speedometer) - ধাবমান বস্তুর গতি, বেগ
স্ফিগোমোম্যানোমিটার (Sphygmomanometer) - রক্ত চাপ
অডিওমিটার (Audiometer) - শ্রাব্যতা
ব্যারোমিটার (Barometer) - বায়ুচাপ 
গ্যালভানোমিটার (Galvanometer) - বিদ্যুৎ
হাইগ্রোমিটার (Hygrometer) - আর্দ্রতা
ল্যাক্টোমিটার (Lactometer) - দুধের আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব
বলোমিটার (Bolometer) - তড়িৎচুম্বকীয় বিকিরণ
ক্যালোরিমিটার (Calorimeter) - রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়া তাপ

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions