'গৃহদাহ' শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস যা ১৯২০ সালে প্রকাশিত হয়। এই উপন্যাসের নায়িকার নাম 'অচলা'। তাঁর রচিত অন্যান্য উপন্যাস- - বড়দিদি, - পরিণীতা, - বিরাজ বৌ, - পল্লী সমাজ, - দেবদাস, - চরিত্রহীন ইত্যাদি।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions