একটি সংখ্যা অপর একটি সংখ্যার ২৫০%। সংখ্যা দুটির অনুপাত কত?

A ২ : ৫

B ৯ : ২

C ৫ : ২

D ২ : ৯

Solution

Correct Answer: Option C

ধরি,
অপর সংখ্যাটি = ক

তাহলে,
একটি সংখ্যা = ক এর ২৫০/১০০
= ৫ক/২

∴ সংখ্যা দুটির অনুপাত = (৫ক/২) : ক
= ৫/২ : ১
= ৫ : ২

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions