জেট ইঞ্জিন কোন ধরনের ইঞ্জিন ?
Solution
Correct Answer: Option D
- রি-অ্যাকশন ধরনের ইঞ্জিন।
- জেট ইঞ্জিন নিউটনের তৃতীয় সূত্র অনুসারে কাজ করে, যা বলে যে "প্রতিটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে"( "For any action, there is an equal and opposite reaction.")।
- জেট ইঞ্জিনে, জ্বালানী দহন করে উত্তপ্ত গ্যাস তৈরি করা হয়। এই গ্যাসকে উচ্চ চাপে ইঞ্জিনের পেছনের দিকে নির্গত করা হয়।
- গ্যাসের নির্গমন প্রতিক্রিয়া তৈরি করে যা ইঞ্জিনকে সামনের দিকে ধাক্কা দেয়। এই ধাক্কা জেট বিমানকে সামনের দিকে চালিত করে।