পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন?
A মহাকর্ষণ বলের জন্য
B মধ্যাকর্ষণ বলের জন্য
C আমরা স্থির থাকার জন্য
D পৃথিবীর সাথে আমাদের আবর্তনের জন্য
Solution
Correct Answer: Option B
- পৃথিবী ঘূর্ণনের কারণে আমদের উপর একধরণের কেন্দ্রবর্হিমুখী বল প্রযুক্ত হয়, ফলে আমরা ছিটকে পড়ার উপক্রম হই।
- কিন্তু পৃথিবী তার নিজের দিকে প্রচন্ড বলে আমাদেরকে আকর্ষণ করছে, যে কারনে আমরা কোনো বস্তু উপরের দিকে নিক্ষেপ করলে সেটা কিছুদূর গিয়ে পৃথিবীর আকর্ষনের কারনে আবার নিচের দিকে ফিরে আসে।
- এখন পৃথিবীর এই আকর্ষণ বল এর ঘূর্ণনজনিত কারণে সৃষ্ট বহির্মুখী বলের তুলনায় অনেক বেশি। তাই আমরা ছিটকে পড়ি না।