পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন?
A মহাকর্ষণ বলের জন্য
B মধ্যাকর্ষণ বলের জন্য
C আমরা স্থির থাকার জন্য
D পৃথিবীর সাথে আমাদের আবর্তনের জন্য
Solution
Correct Answer: Option B
পৃথিবী ঘূর্ণনের কারণে আমদের উপর একধরণের কেন্দ্রবর্হিমুখী বল প্রযুক্ত হয়, ফলে আমরা ছিটকে পড়ার উপক্রম হই।কিন্তু পৃথিবী তার নিজের দিকে প্রচন্ড বলে আমাদেরকে আকর্ষণ করছে, যে কারনে আমরা কোনো বস্তু উপরের দিকে নিক্ষেপ করলে সেটা কিছুদূর গিয়ে পৃথিবীর আকর্ষনের কারনে আবার নিচের দিকে ফিরে আসে।এখন পৃথিবীর এই আকর্ষণ বল এর ঘূর্ণনজনিত কারণে সৃষ্ট বহির্মুখী বলের তুলনায় অনেক বেশি। তাই আমরা ছিটকে পড়ি না।