g- এর মান সবচেয়ে বেশি ? 

A  মেরু অঞ্চলে 

B  বিষুব অঞ্চলে 

C  ক্রান্তীয় অঞ্চলে 

D  ভূগর্ভে 

Solution

Correct Answer: Option A

 - অভিকর্ষ বলের প্রভাবে বস্তুর যে ত্বরণ হয় তাকে অভিকর্ষজ ত্বরণ বা মাধ্যাকর্ষণজনিত ত্বরণ বলা হয়।
- অভিকর্ষজ ত্বরণকে g দ্বারা প্রকাশ করা হয়।

 ধরা যাক, পৃথিবীর ভর = M, বস্তুর ভর = m, বস্তু ও পৃথিবীর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব = d
তাহলে মহাকর্ষ সূত্রানুসারে অভিকর্ষ বল, F = GMm/d2
- অভিকর্ষজ ত্বরণ বস্তুর ভরের ওপর নির্ভর করে না। যেহেতু G এবং পৃথিবীর ভর M ধ্রুবক, তাই g-এর মান পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব d-এর ওপর নির্ভর করে।
- অর্থাৎ g-এর মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। g-এর   মানের ভিন্নতার কারণে পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণ বিভিন্ন হয়।

 g -এর মান নিম্মে দেওয়া হলঃ
মেরু অঞ্চল- ৯.৮৩২১৭ ms-2
বিষুব অঞ্চল- ৯.৭৮০৩৯ ms-2

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions