কোন বস্তুর ভর ১০ কিলোগ্রাম হলে বস্তুর ওজন-

 

A    ৯.৮ নিউটন

B    ৯৮ নিউটন

C    ১০ নিউটন

D    ১০০ নিউটন 

Solution

Correct Answer: Option B

-কোনো বস্তুর ভর ১০ কেজি হলে বস্তুর ওজন - ৯৮ নিউটন।
-অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে।
-একে 'g' দ্বারা প্রকাশ করা হয়।
-অভিকর্ষজ ত্বরণ এর আদর্শ মান 9.81ms - 2।
-বস্তুর ওজন w = mg = 10×9.8 = 98 নিউটন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions