পৃথিবী পৃষ্ঠে কোন বস্তুর ভর ৪৯ কিলোগ্রাম হলে চন্দ্রপৃষ্ঠে ঐ বস্তুটির ভর কত ?
Solution
Correct Answer: Option C
পৃথিবীতে ৪৯ কেজি ভরের কোনো বস্তুর ভর চাঁদেও অপরিবর্তিত থাকে, কারণ ভর স্থান নিরপেক্ষ। তবে, মহাবিশ্বের সব বস্তুই যে আকর্ষণ বল দ্বারা পরস্পরকে টানে, যাকে মহাকর্ষ বল বলা হয়, তা স্থানভেদে পরিবর্তিত হয়। চাঁদের মহাকর্ষ বল পৃথিবীর তুলনায় প্রায় ছয় গুণ কম। এর প্রধান কারণ হলো চাঁদের ভর ও আকার পৃথিবীর চেয়ে অনেক ছোট। যেহেতু মহাকর্ষ বল বস্তুর ভর ও আকারের উপর নির্ভরশীল, তাই চাঁদে মহাকর্ষ বল কম হওয়ার কারণে কোনো বস্তুর ওজন পৃথিবীর তুলনায় এক-ষষ্ঠাংশ হয়। সুতরাং, পৃথিবীতে কোনো ব্যক্তির ওজন যা-ই হোক না কেন, চাঁদে তা ছয় ভাগের এক ভাগ হবে, কিন্তু তার ভর উভয় স্থানেই একই থাকবে।