যখন দুটি ত্রিভুজের বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ সমান হয়, তবে ত্রিভুজ দুটি হবে?
A সমানুপাতিক
B সর্বসম
C সমরেখ
D সদৃশ
Solution
Correct Answer: Option B
-যদি দুটি ত্রিভুজের একটির দুই বাহু যথাক্রমে অপরটির দুই বাহুর সমান হয় এবং বাহু দুটির অন্তর্ভুক্ত কোণদ্বয় পরস্পর সমান হয়, তবে ত্রিভুজ দুটি সর্বসম হবে।
-যদি একটি ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে অপর ত্রিভুজের তিনটি কোণের সমান হয়, তবে ত্রিভুজ দুটি সদৃশ হয়।