চাঁদে কোন শব্দ করলে তা শোনা যাবে না কেন?
A চাঁদে কোন জীব নাই তাই
B চাঁদে কোন পানি নাই তাই
C চাঁদে কোন বায়ুমন্ডল নাই তাই
D চাঁদের মধ্যাকর্ষনজনিত ত্বরন পৃথিবীর মধ্যাকর্ষনজনিত ত্বরন অপেক্ষা কম তাই
Solution
Correct Answer: Option C
শব্দ শূণ্য মাধ্যমে প্রবাহিত হতে পারে না। চাঁদের ভর কম হওয়ায় এর মাধ্যাকর্ষণ শক্তি ৬ ভাগের এক ভাগ। আর মুক্তিবেগও ৬ ভাগের এক ভাগ।যেটা গ্যাসীয় পদার্থ ভেদ করে মহাশুন্নে চলে যেতে পারে।তাই প্রথম দিকে চাঁদের বায়ুমণ্ডল থাকলেও এখন তার কোন কিছুই অবশিষ্ট নেই।