শূন্য মাধ্যমে শব্দের বেগ কত?
Solution
Correct Answer: Option B
শব্দ তরঙ্গ তৈরি করতে তার একটা উৎসের দরকার, সেটাকে পাঠানোর জন্য একটা মাধ্যমের দরকার এবং সেই শব্দ গ্রহণ করার জন্য কোন এক ধরনের রিসিভার দরকার। শূন্য মাধ্যমে শব্দ সঞ্চারিত হতে পারে না বিধায় শূন্য মাধ্যমে শব্দের বেগও শূন্য। [৯ম-১০ম শ্রেণীর পদার্থবিজ্ঞান বই]