আকাশে বিদ্যুৎ চমকাইবার কিছু পরে তার শব্দ শোনা যায় কেন?
A শব্দের চাইতে আলোর গতি বেশি বলে
B আসার পথে শব্দের গতি আলোর গতির চেয়ে বেশি বাধা পায় বলে
C শব্দের উৎপত্তি কিছু পরে হয় বলে
D পৃথিবী হতে আলোর উৎস অনেক নিকটে বলে
Solution
Correct Answer: Option A
⇒ মেঘে মেঘে ঘর্ষণের ফলে একই সময়ে আলো (বিদ্যুৎ চমকানো) এবং শব্দ (বজ্রপাত) উৎপন্ন হয়।
⇒ আলোর গতিবেগ অত্যন্ত বেশি (সেকেন্ডে প্রায় ৩ লক্ষ কিলোমিটার), যার ফলে আলো মুহূর্তের মধ্যেই আমাদের চোখে এসে পৌঁছায়।
⇒ অন্যদিকে, বাতাসের মধ্যে শব্দের গতিবেগ অনেক কম (সেকেন্ডে মাত্র ৩৩২ মিটার বা ১১০০ ফুটের মতো)।
⇒ এই গতির বিশাল পার্থক্যের কারণেই আলো আগে দেখা যায় এবং শব্দ উৎস থেকে আমাদের কানে পৌঁছাতে কিছুটা সময় নেয়।