৯ দিনে একটি কাজের ৩/১৬ অংশ শেষ হয় । ঐ কাজের দ্বিগুণ কাজ সম্পন্ন করতে কতদিন সময় লাগবে?
A ৭২ দিন
B ৮৪ দিন
C ৯৬ দিন
D ১০৮ দিন
Solution
Correct Answer: Option C
৯ দিনে কাজ সম্পন্ন হয় = ৩/১৬ অংশ
১ দিনে কাজ সম্পন্ন হয় = (৩/১৬) / ৯ = ১/৪৮ অংশ
ধরি, সম্পূর্ণ কাজ = ১ অংশ
১ অংশ সম্পন্ন করতে সময় লাগে = ১ / (১/৪৮) = ৪৮ দিন
∴ দ্বিগুণ কাজ সম্পন্ন করতে সময় লাগে = ৪৮ দিন * ২ = ৯৬ দিন