একটি ক্লাসে কিছু ছাত্র-ছাত্রী ছিল । ঐ ক্লাসের মোট ছাত্র-ছাত্রীর ৩০% একটি বনভোজনে গেল । যদি মোট ৭৫ জন ছাত্র-ছাত্রী বনভোজনে গিয়ে থাকে তাহলে ঐ ক্লাসে মোট ছাত্র-ছাত্রী সংখ্যা কত ? 

A  ১০০ জন 

B  ১৫০ জন 

C  ২৫০ জন 

D  ৩৫০ জন 

Solution

Correct Answer: Option C

সমাধানঃ যেহেতু এখানে ৩০% এর মানই ৭৫ এবং মোট ছাত্র-ছাত্রী অর্থাৎ ১০০% এর মান বের করতে হবে তাই আমরা সরাসরি এক লাইনে লিখতে পারি \(75 \times \frac{{100}}{{30}}\) = ২৫০ জন । এভাবে শতকরা, লাভ-ক্ষতি ও সুদকষা অংকে শত শত অঙ্ক আসবে । বিষয়টি ভালোভাবে বুঝলে এক লাইনেই অনেক উত্তর বের করতে পারবেন । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions