কোন স্কুলে মোট শিক্ষার্থী সংখ্যা ১২০০ জন । যদি শিক্ষার্থীদের মধ্যে ৫৫% ছাত্র হয়, তাহলে ঐ স্কুলে মোট ছাত্রী সংখ্যা কত ?
Correct Answer: Option C
টিপসঃ আগে ১০০% থেকে যে % টি দেয়া থাকলে তা বিয়োগ করে, পরবর্তীতে মোট যত তা লিখে "এর' চিহে দিয়ে ঐ বিয়োগফলটি লিখতে হবে । এক্ষেত্রে অনেকে প্রথমে ১২০০ এর ৫৫% এর মান ৬৬০ বের করে তারপর তা ১২০০ থেকে বিয়োগ করে ৫৪০ উত্তর বের করেন । কিন্তু এই অংকটি ২সেকেন্ড আগে করতে চাইলে ১২০০ এর ৫৫% বের না করে বরং ১২০০ এর ৪৫% এর মান বের করতে হবে । এক্ষেত্রে আর বিয়োগ করতে হবে না । যেমনঃ এখানে ছাত্র ৫৫% তাই ছাত্রী = ১০০% - ৫৫% = ৪৫% তাহলে আমরা সরাসরি ছাত্রীর সংখ্যা বের করতে চাইলে লিখতে পারি যে, ছাত্রী সংখ্যা = ১২০০ এর ৪৫% বা ১২০০* ৪৫/১০০ = ৫৪০ জন
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions