কোষের গঠন বজায় রাখতে সাহায্য করে নিচের কোন অঙ্গাণু?
Solution
Correct Answer: Option A
-কোষের কোষঝিল্লি ও নিউক্লিওঝিল্লি এর মাঝখানে অবস্থিত অর্ধতরল, অর্ধস্বচ্ছ,অ্যামর্ফাস, কলয়েডিও ও দানাদার অংশটিকে সাইটোপ্লাজম বলে।
-সাইটোপ্লাজম এর কাজ :
1. বিভিন্ন শারীরবৃত্তীয় বিক্রিয়া বা বিপাক সাইটোপ্লাজমে ঘটে।
2. কোষের গঠন বজায় রাখতে সাহায্য করে।