একজন ব্যাবসায়ী তার পণ্যের দাম ২০% বাড়িয়ে দিলেন, এতে তার বিক্রি কমে যাওয়ায় তিনি পুনরায় ২০% দাম কমিয়ে দিলেন । এতে তার প্রথম মূল্যেও তুলনায় দাম কতটুকু কমলো না বাড়লো ?
Correct Answer: Option A
এক্ষেত্রে অনেকে মনে করেন, যে, ২০% বাড়ার পর ২০% কমালে, দাম ঠিক থাকবে, বাড়বেও না কমবেও না । কিন্তু বিষয়টা একটু ভিন্ন । লক্ষ্য করুন যখন প্রথমবার ২০% দাম বাড়ানো হয়েছে তখন ১০০ টাকার পণ্যের দাম ১২০ টাকা হয়েছে । কিন্তু দ্বিতীয়বার যখন কমানো হয়েছে তখন ২০ টাকা কমানো হয় নি বরং ২০% কমানো হয়েছে, আর এই ২০% হলো ১২০ এর ২০% । এখানে ১২০ এর ২০% এর মান হলো = ২৪ তাই ১২০ থেকে ২৪ টাকা কমালে বর্তমানে দাম হয়ে যাবে ১২০-২৪ = ৯৬ । যা প্রথম দাম ১০০ টাকার থেকে ৪ টাকা কম । তাই উত্তর হবে ৪% কমালো ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions