একটি ভোটকেন্দ্রে উপস্থিত ভোটারদের ৫৫% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন । তিনি তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা ১০,০০০ ভোট বেশি পেয়েছেন । ভোটকেন্দ্রে কতজন ভোটার উপস্থিত ছিল ।
Correct Answer: Option A
-শুধু প্রথমে % টা দেখেই পার্থক্যটা বুঝে নিবেন ১০% ।
-তারপর যেহেতু ১০% এর মান ১০,০০০ তাহলে ১০০% এর মান ১০ গুণ বেশী হবে,
-সেক্ষেত্রে ১০,০০০ এর পরে শুধু একটি অতিরিক্ত ০ লাগিয়ে দিলেই ১,০০,০০০ হবে ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions