একটি কলম ৫০ টাকায় ক্রয় করে ৫৬ টাকায় বিক্রয় করা হলো । এতে শতকরা কত লাভ হলো ?
Solution
Correct Answer: Option B
দেওয়া আছে,
কলমটির ক্রয়মূল্য = ৫০ টাকা
কলমটির বিক্রয়মূল্য = ৫৬ টাকা
লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
= (৫৬ - ৫০) টাকা
= ৬ টাকা
শতকরা লাভ = (মোট লাভ / ক্রয়মূল্য) × ১০০%
= (৬ / ৫০) × ১০০%
= ৬ × ২ %
= ১২%
সুতরাং, এতে শতকরা ১২% লাভ হলো।