৫৬০ টাকায় একটি চেয়ার কিনে কত টাকায় বিক্রয় করলে ২৫% লাভ হবে ?

A  ৭০০ 

B  ৭৫০ 

C  ৭৫৫ 

D  ৮০০ 

Solution

Correct Answer: Option A

দেওয়া আছে,
চেয়ারটির ক্রয়মূল্য = ৫৬০ টাকা
লাভ = ২৫%

আমরা জানি, ২৫% লাভে,
১০০ টাকা ক্রয়মূল্য হলে বিক্রয়মূল্য হবে = (১০০ + ২৫) টাকা = ১২৫ টাকা

এখন,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য হবে ১২৫ টাকা
$\therefore$ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য হবে $\frac{১২৫}{১০০}$ টাকা
$\therefore$ ক্রয়মূল্য ৫৬০ টাকা হলে বিক্রয়মূল্য হবে $\frac{১২৫ \times ৫৬০}{১০০}$ টাকা
= $\frac{৫ \times ৫৬০}{৪}$ টাকা [উভয়কে ২৫ দ্বারা ভাগ করে]
= ৫ $\times$ ১৪০ টাকা [৫৬০ কে ৪ দ্বারা ভাগ করে]
= ৭০০ টাকা
সুতরাং, চেয়ারটি ৭০০ টাকায় বিক্রয় করলে ২৫% লাভ হবে।

শর্টকাট মেথড:
বিক্রয়মূল্য = ক্রয়মূল্য $\times$ $\frac{১০০ + \text{লাভ}\%}{১০০}$
= ৫৬০ $\times$ $\frac{১২৫}{১০০}$
= ৫৬০ $\times$ $\frac{৫}{৪}$
= ১৪০ $\times$ ৫
= ৭০০ টাকা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions