৫৩৫ টাকায় একটি জামা বিক্রি করলে শতকরা ৭ ভাগ লাভ হয়; জামাটি কত টাকায় বিক্রি করলে শতকরা ২০ ভাগ ক্ষতি হবে ?

A ২০০

B ২৫০

C ৩০০

D ৪০০

Solution

Correct Answer: Option D

৭% লাভে,
বিক্রয়মূল্য ১০৭ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/১০৭ টাকা
বিক্রয়মূল্য ৫৩৫ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৫৩৫) / ১০৭ টাকা
= ১০০ × ৫ টাকা
= ৫০০ টাকা
এখন জামাটির ক্রয়মূল্য ৫০০ টাকা।

আবার, ২০% ক্ষতিতে,
১০০ টাকা ক্রয়মূল্য হলে বিক্রয়মূল্য হবে (১০০ - ২০) বা ৮০ টাকা
১ টাকা ক্রয়মূল্য হলে বিক্রয়মূল্য হবে = ৮০/১০০ টাকা
৫০০ টাকা ক্রয়মূল্য হলে বিক্রয়মূল্য হবে = (৮০ × ৫০০) / ১০০ টাকা
= ৮০ × ৫ টাকা
= ৪০০ টাকা

উত্তর: ৪০০ টাকা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions