একটি দ্রব্য বিক্রয় করায় বিক্রেতার ১০% ক্ষতি হলো । বিক্রয়মূল্য ১৩৫ টাকা বেশি হলে বিক্রেতার ২০% লাভ হত । দ্রব্যটির ক্রয়মূল্য ?
Solution
Correct Answer: Option D
১০% ক্ষতি এবং ২০% লাভের মধ্যে পার্থক্য = ১০ + ২০ = ৩০%
প্রশ্নমতে,
ক্রয়মূল্যের ৩০% = ১৩৫ টাকা
বা, ক্রয়মূল্যের ১% = ১৩৫/৩০ টাকা
বা, ক্রয়মূল্যের ১০০% = (১৩৫ × ১০০) / ৩০ টাকা
= ৪.৫ × ১০০ টাকা
= ৪৫০ টাকা
উত্তর: ৪৫০ টাকা