একজন দোকানদার তার দোকানের পণ্যের দাম ২০% বাড়িয়ে দিলেন এতে তার দোকানের বিক্রি ১৫% কমে গেল । মোটের উপর তার বিক্রয় শতকরা কত বাড়লো বা কমলো ? 

A  ২% বাড়লো 

B  ২% কমলো 

C  ৩% বাড়লো 

D  ৩% কমলো 

Solution

Correct Answer: Option A

২০% বাড়ালে ১০০ থেকে হয় ১০০+২০ = ১২০, 

আবার ১৫% কমানোর সময় ১২০ এর ১৫% বা ১৮ কমে । 

তাহলে বাড়ার সময় বাড়লো ২০ কিন্তু পরে কমলো ১৮ তাহলে মোটের উপর বাড়লো ২০ - ১৮ = ২% । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions