-হৃৎপিণ্ড দেহের গুরুত্বপূর্ণ পেশিবহুল একটি অঙ্গ।
-হৃৎপিণ্ড শব্দটি এসেছে গ্রিক শব্দ কার্ডিয়া থেকে।
-একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের দেহে প্রতি মিনিটে হৃৎপিণ্ড সংকুচিত ও প্রসারিত হয় ৭০ থেকে ৮০ বারএবং গড় হিসাবে ৭৫ বার।
-পূর্ণ বয়স্ক মানুষের হৃৎপিণ্ডের ওজন প্রায় ২৫০-৩৫০ গ্রাম।
-হৃৎপিণ্ড ৩ স্তর বিশিষ্ট পেশি দ্বারা গঠিত – এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়াম।
-পেরিকার্ডিয়াম নামের আরেকটি পর্দায় ঢাকা থাকে পুরো হৃৎপিণ্ড।
- মানুষের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা চারটি।
যথা- ডান অলিন্দ (Right atrium) ডান নিলয় (Right ventricle) বাম অলিন্দ (Left atrium) বাম নিলয় (Left ventricle)