বিধবা বিবাহ প্রচলনের বিষয়ে কে কলমযুদ্ধ করেন ?
Solution
Correct Answer: Option D
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন উনবিংশ শতাব্দীর প্রখ্যাত সমাজসংস্কারক।
- তিনি বিধবা নারীদের দুঃসহ জীবনের অবসান ঘটাতে ‘বিধবা বিবাহ’ প্রচলনের পক্ষে আন্দোলন শুরু করেন।
- কিন্তু সমাজের একাংশ ও রক্ষণশীল পণ্ডিতেরা এর বিরোধিতা করে বিধবা বিবাহ রহিতকরণের পক্ষে যুক্তি তুলে ধরেন।
- এই বিরোধীদের সঙ্গে বিদ্যাসাগর কলমযুদ্ধ বা লেখনিযুদ্ধ চালান।
- তিনি বিভিন্ন গ্রন্থ ও প্রবন্ধে শাস্ত্রের উদ্ধৃতি দিয়ে প্রমাণ করেন যে, বিধবা বিবাহ শাস্ত্রবিরুদ্ধ নয়, বরং মানবিক ও সামাজিকভাবে প্রয়োজনীয়। তাঁর যুক্তিসঙ্গত লেখালেখি ও প্রচেষ্টার ফলেই ১৮৫৬ সালে ‘বিধবা বিবাহ আইন’ (Widow Remarriage Act) পাশ হয়।