Solution
Correct Answer: Option C
প্যারীচাঁদ মিত্র রচিত 'আলালের ঘরের দুলাল'
- বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ।
- এটি বাংলা ভাষার প্রথম উপন্যাস ,যা তিনি টেকচাঁদ ঠাকুর নামে ১৮৫৪ সাল থেকে ধারাবাহিকভাবে 'মাসিক 'পত্রিকায় লিখতেন ।
- এ উপন্যাসের বিখ্যাত চরিত্র -মোকাজান বা ঠক চাচা। ঠক চাচা চরিত্রটি ধূর্ততা ,বৈষয়িক বুদ্ধি ও প্রাণময়তা নিয়ে এক জীবন্ত চরিত্র ।
- অন্যান্য চরিত্রঃ ধূর্ত উকিল বটলর ,অর্থলোভী বাঞ্ছারাম ,তোষামোদকারী বক্রেশ্বর।
∎ তাঁর রচিত অন্যান্য গ্রন্থঃ
(ক) মদ খাওয়া বড় দায় জাত থাকার কী উপায় (১৮৫৯),
(খ) বামারঞ্জিকা (১৮৬০) -স্ত্রীশিক্ষামূলক গ্রন্থ,
(গ) গীতাঙ্কুর (১৮৬১),
(ঘ) যৎকিঞ্চিৎ (১৮৬৫),
(ঙ) অভেদী (১৮৭১),
(চ) আধ্যাত্মিকা (১৮৮০),
(জ) বামাতোষিণী (১৮৮১