APPLY শব্দটিকে কত ভাবে সাজানো যাবে যাতে P গুলো একসাথে থাকবে না?
Solution
Correct Answer: Option A
APPLY শব্দে মোট অক্ষর 5 টি যেখানে P আছে 2টি।
APPLY কে সাজানো যাবে = 5!/2! = 60 ভাবে।
P, 2 টি একসাথে থাকলে তাদেরকে একটি অক্ষর হিসাবে বিবেচনা করলে মোট অক্ষর হয় 4 টি।
তখন সাজানো যাবে = 4! = 24 ভাবে।
∴ P গুলোকে একসাথে না রেখে সাজানো যাবে = 60 - 24 = 36 ভাবে।