নিচের কোনটি মীর মশাররফ হোসেনের জীবনকাল?

A     ১৮৪৬-১৯১১

B    ১৮৫২-১৯১২

C    ১৮৫৭-১৯১১

D     ১৮৪৭-১৯১১ 

Solution

Correct Answer: Option D

- ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক মীর মশাররফ হোসেন ১৩ নভেম্বর, ১৮৪৭ সালে কুষ্টিয়ার লাহিনীপাড়ায় জন্মগ্রহণ করেন।
- পিতা মীর মোয়াজ্জেম হোসেন। মুসলিম রচিত আধুনিক বাংলা সাহিত্যের সমন্বয়ধর্মী ধারার প্রতীক হিসেবে খ্যাত মীর মশাররফ হোসেন ১৯১১ সালের ১৯ ডিসেম্বর মৃত্যুবরণ করেন এবং পদমদীতে সমাহিত হন।

মীর মশাররফ হোসেন রচিত আত্মজীবনী:
- গাজী মিয়াঁর বস্তানী,
- আমার জীবনী,
- কুলসুম জীবনী।

প্রবন্ধ:
- গো-জীবন
- গোকুল নির্মূল আশঙ্কা

গ্রন্থ:
- উদাসীন পথিকের মনের কথা
- গাজী মিয়াঁর বস্তানী

তাঁর রচিত প্রহসন:
- এর উপয় কি, ভাই ভাই এইতো চাই,
- ফাঁস কাগজ,
- বাঁধা খাতা।

নাটক:
- বসন্তকুমারী নাটক
- জমীদার দর্পণ
- বেহুলা গীতাভিনয়

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions