'উদাসীন পথিকের মনের কথা' কোন জাতীয় রচনা ? 

A  নাটক 

B  কাব্য 

C  আত্মজৈবনিক উপন্যাস 

D  গতি কবিতার সংকলন 

Solution

Correct Answer: Option C

মীর মশাররফ হোসেন একজন ঔপন্যাসিক, নাট্যকার ও গদ্যরচয়িতা৷
তার রচিত উপন্যাস:
- বিষাদ-সিন্ধু (ঐতিহাসিক নাটক),
- গাজী মিয়াঁর বস্তানী (আত্মজৈবনিক উপন্যাস),
- উদাসীন পথিকের মনের কথা (আত্মজৈবনিক উপন্যাস)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions