জমীদার দর্পণ নাটকের নাট্যকার কে ?
Solution
Correct Answer: Option C
-মীর মশাররফ হোসেন (নভেম্বর ১৩, ১৮৪৭ - ডিসেম্বর ১৯, ১৯১১) ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক।
-তাঁর পুরো নাম সৈয়দ মীর মশাররফ হোসেন। তিনি বাংলা ভাষার অন্যতম প্রধান গদ্যশিল্পী ও বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ।
-মীর মশাররফ হোসেন এর উল্লেখযোগ্য রচনাবলীঃ
-বসন্তকুমারী নাটক (১৮৭৩),
-জমিদার দর্পণ (১৮৭৩),
-এর উপায় কি (১৮৭৫),
-বিষাদ - সিন্ধু (১৮৮৫ - ১৮৯১)।
-জমিদার দর্পণ নাটকটিতে অত্যাচারী ও চরিত্রহীন জমিদার হাইওয়ান আলীর অত্যাচার এবং অধীনস্থ প্রজা আবু মোল্লার গর্ভবতী স্ত্রী নুরনেহার কে ধর্ষণ ও হত্যার কাহিনী ফুটে উঠেছে।