মীর মশাররফ হোসেন রচিত 'বিষাদ সিন্ধু' উপন্যাসের চরিত্র নয় কোনটি ?
Solution
Correct Answer: Option D
- ইব্রাহিম কার্দি চরিত্রটি 'বিষাদ সিন্ধু' উপন্যাসের চরিত্র নয়।
- মুনীর চৌধুরী রচিত ঐতিহাসিক নাটক ‘রক্তাক্ত প্রান্তর' (১৯৬২)।
- পানিপথের তৃতীয় যুদ্ধের ঘটনা নিয়ে 'রক্তাক্ত প্রান্তর' নাটক রচিত।
- একদিকে আহমদ শাহ আবদালীর নেতৃত্বে মুসলিম বাহিনী, অন্যদিকে বালাজী রাও পেশোবার নেতৃত্বে মারাঠা তথা হিন্দুবাহিনী।
- যুদ্ধের ইতিহাস এই নাটকে উপলক্ষ, অনুপ্রেরণা নয়।
- ইব্রাহিম কার্দি এবং জোহরা বেগম এই নাটকের সর্বাধিক দ্বন্দ্বমুখর ট্র্যাজিক চরিত্র।