মীর মশাররফ হোসেন লিখিত নিম্নের রচনাগুলোর মধ্যে কোনটি নাটক ?

A  উদাসীন পথিকের মনের কথা 

B  রত্নাবলী 

C  জমিদার দর্পণ 

D  বিষাদ সিন্ধু 

Solution

Correct Answer: Option C

- মীর মশাররফ হোসেন ১৯ শতকের অন্যতম শ্রেষ্ঠ মুসলিম বাংলা সাহিত্যিক এবং আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক।
- তাঁর রচিত ‘বিষাদ-সিন্ধু’ বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় মহাকাব্যিক উপন্যাস, যা কারবালার ট্র্যাজেডি অবলম্বনে রচিত।

• মীর মশাররফ হোসেন রচিত উপন্যাস:
- বিষাদ-সিন্ধু (মহররম পর্ব- ১৮৮৫, উদ্ধার পর্ব- ১৮৮৭, এজিদ বধ পর্ব- ১৮৯১),
- রত্নবতী (১৮৬৯)- এটি লেখকের প্রথম উপন্যাস।
- উদাসীন পথিকের মনের কথা (১৮৯০),
- গাজী মিয়ার বস্তানী (১৮৯৯),
- মুসলিম বীরত্ব (১৯০৭)।

• মীর মশাররফ হোসেন রচিত নাটক:
- বসন্তকুমারী (১৮৭৩)- এটি মুসলিম সাহিত্যিক রচিত প্রথম সার্থক নাটক,
- জমিদার দর্পণ (১৮৭৩),
- এর উপায় কি (১৮৭৫),
- ভাই ভাই এই তো চাই (১৮৯৯),
- ফাস কাগজ (১৯০৩),
- বাধা খাতা (১৮৯৯)।

• মীর মশাররফ হোসেন রচিত আত্মজীবনীমূলক রচনা:
- আমার জীবনী (১৯০৮-১৯১০),
- বিবি কুলসুম (১৯১০)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions