'বিষাদ-সিন্ধু' উপন্যাসের নায়কের নাম কী ? 

A  ইমাম হোসেন 

B  ইমাম হাসান 

C  এজিদ 

D  সীমার 

Solution

Correct Answer: Option C

হযরত মুহাম্মদ (স:) এর দৌহিত্র হোসেনের সঙ্গে দামেস্ক অধিপতি মুয়াবিয়ার একমাত্র পুত্র এজিদের কারবালা-প্রান্তরে রক্তক্ষয়ী যুদ্ধ এবং হোসেনের করুণ পরিণতি বিষাদ সিন্ধু উপন্যাসের মূল বিষয়। ইসলামিক ভাবে নায়ক ইমাম হোসেন। কিন্তু সাহিত্যিক বিচারে এজিদ ই নায়ক। মীর মোশাররফ হোসেন এজিদকেই নায়ক দেখিয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions