'বিবি কুলসুম' কার রচনা ?

A  মোজাম্মেল হক 

B  কাজী ইমদাদুল হক 

C  মীর মশাররফ হোসেন 

D  ইসমাইল হোসেন সিরাজী 

Solution

Correct Answer: Option C

মীর মশাররফ হোসেন ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক ও গদ্যরচয়িতা৷ তাকে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক বলা হয়। মীর মোশাররফ ছিলেন বঙ্কিমযুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ।

তার রচিত নাটক:
- বসন্তকুমারী (১৮৭৩) : মুসলিম নাট্যকার রচিত বাংলা সাহিত্যের প্রথম নাটক ।
- জমিদার দর্পণ (১৮৭৩): জমিদারী প্রথার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ (উপজীব)। ক্ষমতার যার কাছে থাকে, সে ক্ষমতার অপব্যবহার করে। এই নাটকে সাধারণ মানুষের উপর জমিদার শ্রেণির নির্মম অত্যাচারের স্বরূপ ফুটিয়ে তুলেছেন।
- বেহুলা গীতাভিনয় (১৮৯৮): নাটকটিতে ইংরেজ শাসকদের প্রকৃত স্বরূপ উম্মোচন করে তাদের প্রতিরোধ করার আহ্বান জানানো হয়েছে।
- নিয়তি কি অবনতি (১৮৯৯)

প্রবন্ধ:
- গো-জীবন
- গোকুল নির্মূল আশঙ্কা

গ্রন্থ:
- উদাসীন পথিকের মনের কথা
- গাজী মিয়াঁর বস্তানী

তাঁর রচিত প্রহসন:
- এর উপয় কি, ভাই ভাই এইতো চাই,
- ফাঁস কাগজ,
- বাঁধা খাতা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions