''হানি-ফার লড়াই' কাব্যের রচিয়তা কে?
A ঘনরাম চক্রবর্তী
B আবদুল হাকিম
C ঈশা খাঁ
D শেখ ফয়জুল্লাহ
Solution
Correct Answer: Option B
আবদুল হাকিম (১৬২০-১৬৯০) মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম মুসলমান কবি।
আবদুল হাকিম প্রধানত রোমান্টিক প্রণয়োপাখ্যানের কবি ছিলেন।
তাঁর কাব্যগুলো হলো:
- ইউসুফ জোলেখা
- নূরনামা
- দুররে মজলিশ
- লালমোতি সয়ফুলমুলুক
- হানি-ফার লড়াই