১ম, ২য়, ৩য় ঝুড়িতে আম, জাম ও  কমলা আছে যথাক্রমে ১৫৯টি, ২২৭টি, ৪০১টি। সর্বাধিক কত জন বালকের মধ্যে ফলগুলো সমান ভাবে ভাগ করে দিলে ৩টি আম, ৬ টি জাম ও ১১ টি কমলা  অবশিষ্ট থাকবে?
 

A ১৫  

B ১৩  

C ১৪  

D ১৭

Solution

Correct Answer: Option B

১৫৯-৩ = ১৫৬
২২৭-৬ = ২২১
৪০১ - ১১ = ৩৯০

নির্ণেয় বালকের সংখ্যা হবে ১৫৬, ২২১ ও ৩৯০ এর গ.সা.গু
 
অতএব ১৫৬, ২২১ ও ৩৯০ এর গ.সা.গু =১৩
 
সুতরাং নির্ণেয় বালকের সংখ্যা ১৩.

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions