টিপুর বোনের বয়স টিপুর বয়সের এবং তার বাবার বয়সের মধ্য সমানুপাতী । টিপুর বয়স ১২ বছর, তার বাবার বয়স ৪৮ বছর হলে,তার বোনের বয়স কত?

A ১২

B ২৪

C ১৬

D ১৮

Solution

Correct Answer: Option B

সঠিক উত্তর: ২৪

বিস্তারিত ব্যাখ্যা:
দেওয়া আছে,
টিপুর বয়স = ১২ বছর
টিপুর বাবার বয়স = ৪৮ বছর

প্রশ্নানুসারে, টিপুর বোনের বয়স টিপুর বয়সের এবং তার বাবার বয়সের মধ্য সমানুপাতী
ধরি, বোনের বয়স = 'ক' বছর

আমরা জানি, ১ম রাশি : ২য় রাশি = ২য় রাশি : ৩য় রাশি
এখানে,
১ম রাশি = টিপুর বয়স = ১২
২য় রাশি বা মধ্য রাশি = বোনের বয়স = ক
৩য় রাশি = বাবার বয়স = ৪৮

প্রশ্নমতে,
১২ : ক = ক : ৪৮
বা, ১২/ = /৪৮ [ভগ্নাংশ আকারে লিখে]
বা, ক × ক = ১২ × ৪৮ [আড়গুণন করে]
বা, ক² = ৫৭৬
বা, ক = √৫৭৬
বা, ক = ২৪

সুতরাং, টিপুর বোনের বয়স ২৪ বছর


শর্টকাট নিয়ম:
মধ্য সমানুপাতী বের করার সরাসরি সূত্র হলো:
মধ্য সমানুপাতী = √(১ম সংখ্যা × ২য় সংখ্যা)
= √(১২ × ৪৮)
= √৫৭৬
= ২৪

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions