261 টি আম তিন ভাইয়ের মধ্যে 1/3: 1/5: 1/9 অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে ?
Solution
Correct Answer: Option D
সঠিক উত্তর: ১৩৫
মূল ব্যাখ্যা:
দেওয়া আছে,
তিন ভাইয়ের মধ্যে আম ভাগের অনুপাত = ১/৩ : ১/৫ : ১/৯
মোট আম = ২৬১ টি
অনুপাতের হরগুলোর (৩, ৫ ও ৯) ল.সা.গু. = ৪৫
ভগ্নাংশ অনুপাতগুলোকে তাদের হরের ল.সা.গু. দিয়ে গুণ করে পূর্ণ সংখ্যায় পরিণত করি:
\(\frac{১}{৩}\) × ৪৫ : \(\frac{১}{৫}\) × ৪৫ : \(\frac{১}{৯}\) × ৪৫
= ১৫ : ৯ : ৫
অনুপাতের রাশিগুলোর যোগফল = ১৫ + ৯ + ৫ = ২৯
প্রথম ভাই পাবে মোট আমের \(\frac{১৫}{২৯}\) অংশ।
\(\therefore\) প্রথম ভাই পাবে = ২৬১ এর \(\frac{১৫}{২৯}\) টি
= (২৬১ × ১৫) / ২৯ টি
= ৯ × ১৫ টি [২৬১ কে ২৯ দ্বারা ভাগ করে]
= ১৩৫ টি
\(\therefore\) প্রথম ভাই পাবে ১৩৫ টি আম।
শর্টকাট নিয়ম:
অনুপাত থেকে সহজেই বোঝা যাচ্ছে প্রথম ভাইয়ের ভাগ (১/৩) সবচেয়ে বেশি। অপশনগুলোর মধ্যে ১৩৫ সবচেয়ে বড় সংখ্যা। তাই এটিই সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে সঠিক নিয়মে করাই উত্তম।
১. অনুপাতগুলোকে সরল করুন: \(\frac{১}{৩}\) : \(\frac{১}{৫}\) : \(\frac{১}{৯}\) \(\rightarrow\) ১৫ : ৯ : ৫
২. মোট অনুপাত = ২৯।
৩. প্রথম ভাইয়ের অংশ \(\frac{১৫}{২৯}\) যা মোট পরিমাণের অর্ধেকের একটু বেশি। ২৬১ এর অর্ধেক ১৩০.৫। এর চেয়ে বড় পূর্ণসংখ্যা অপশন শুধু ১৩৫ আছে।