261 টি আম তিন ভাইয়ের মধ্যে 1/3: 1/5: 1/9 অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে ? 

A  45 

B  81 

C  90 

D  135 

Solution

Correct Answer: Option D

 সমাধানঃ 

              যে কোন অনুপাতের অংকে ভগ্নাংশ আসলে প্রথমে ঐ ভগ্নাংশগুলোকে তাদের হরের ল. সা. গু. দিয়ে গুণ করে পূর্ণ সংখ্যায় পরিনত করতে হয় । 1/3: 1/5: 1/9 হরগুলোর ল. সা. গু.  = 45, সুতরাং পূর্ণ সংখ্যায় অনুপাত হবে \(\frac{1}{3} \times 45:\frac{1}{5} \times 45:\frac{1}{9} \times 45\) = 15: 9: 5 এখন অনুপাতের যোগফল 15+9+5 = 29 সুতরাং প্রথম ভাই পাবে 261 এর 15/29 = 135 টি ।   

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions