পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৭ঃ৩ এবং ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত ৯ঃ৫ হবে । তাদের বর্তমান বয়স কত ? 

A  পিতা ৫৩ বছর, পুত্র ১৫ বছর 

B  পিতা ৩৫ বছর পুত্র ১২ বছর 

C পিতা ৫৩ বছর পুত্র ১১ বছর  

D  পিতা ৩৫ বছর পুত্র ১৫ বছর  

Solution

Correct Answer: Option D

সমাধানঃ   

                 \(\frac{{7x + 10}}{{3x + 10}} = \frac{9}{5}\)  বা, 35x +50 = 27x + 90,  বা, 8x = 40  বা, x = 5  

              পিতার বয়স = ৭ \( \times \) ৫ = ৩৫ বছর এবং পুত্রের বয়স = ৩ \( \times \) ৫ = ১৫ বছর ।  

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions