বারটি বাহু বিশিষ্ট একটি সুষম বহুভুজের অন্তঃস্থ একটি কোণের পরিমাণ কত?
Solution
Correct Answer: Option D
আমরা জানি,
সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে, অন্তঃস্থ একটি কোণের পরিমাণ θ = 180° - 360°⁄n
বার বাহু বিশিষ্ট একটি সুষম বহুভুজের অন্তঃস্থ একটি কোণের পরিমাণ θ = 180° - 360°⁄ 12= 180° - 30° = 150°