একটি চাকার ব্যাস 70 সে. মি. চাকাটি একবার ঘুরলে কতটুকু পথ অতিক্রম করবে?

A 229. 912 সে. মি.   

B 219. 912 সে. মি.

C 239. 912 সে. মি.

D 249. 912 সে. মি.

Solution

Correct Answer: Option B

চাকার ব্যাস, 2r = 70 সে. মি.

একটি চাকা একবার ঘুরলে তার পরিধির সমান দুরত্ব অতিক্রম করে।
চাকার পরিধি = 2πr
          = 2r.π
          = 70 × 3.1416 সে. মি.
          = 219. 912 সে. মি.

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions