কোন একটি সংখ্যা অপর একটি সংখ্যার দেড়গুণ এবং সংখ্যা দুটির যোগফল 25 হলে বড় সংখ্যাটি কত?


A 10 

B 12 

C 15

D    20

Solution

Correct Answer: Option C

ধরি,
ছোট সংখ্যাটি = x
বড় সংখ্যাটি = 1.5x = 3x/2

প্রশ্নমতে,
(3x/2) + x = 25
⇒ (3x + 2x)/2 = 25
⇒ 5x = 50
⇒ x = 50/5
∴ x = 10

বড় সংখ্যাটি = 3x/2 = 3 . 10/2 = 15

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions