কোন একটি সংখ্যা অপর একটি সংখ্যার দেড়গুণ এবং সংখ্যা দুটির যোগফল 25 হলে বড় সংখ্যাটি কত?
Solution
Correct Answer: Option C
ধরি,
ছোট সংখ্যাটি = x
বড় সংখ্যাটি = 1.5x = 3x/2
প্রশ্নমতে,
(3x/2) + x = 25
⇒ (3x + 2x)/2 = 25
⇒ 5x = 50
⇒ x = 50/5
∴ x = 10
বড় সংখ্যাটি = 3x/2 = 3 . 10/2 = 15