যে যন্ত্রের সাহায্যে পরবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভবে এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করা হয় তার নাম কি?

A ট্রান্সফর্মার

B মোটর

C জেনারেটর

D ডায়নামো

Solution

Correct Answer: Option A

- ভোল্টেজ বা বিভব পরিবর্তন করা হয় যে যন্ত্রের সাহায্যে তাকে বলে ট্রান্সফর্মার।
- যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে তাকে জেনারেটর বা ডাইনামো বলে।
- এ যন্ত্রের মূলনীতি হল বাস্তব ক্ষেত্রে ফ্যারাডের তড়িৎ চুম্বকীয় আবেশের সূত্রের প্রয়োগ ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions