৪ : ৭ এবং ৫ : ৮ এর মিশ্র অনুপাত কোনটি?

A ৫ : ১৪

B ৬ : ১৭

C ৫ : ১২

D ৭ : ১৫

Solution

Correct Answer: Option A

একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলে।
 
৪ : ৭ এবং ৫ : ৮  সরল অনুপাতগুলোর মিশ্র অনুপাত হলো
(৪ × ৫) : (৭ × ৮)
= ২০ : ৫৬
= ৫ : ১৪

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions