Solution
Correct Answer: Option B
- সমবাহু ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান থাকে।
- জ্যামিতির নিয়ম অনুযায়ী, কোনো ত্রিভুজের বাহুগুলো সমান হলে তাদের বিপরীত কোণগুলোও সমান হয়।
- একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ১৮০°।
- তাই, সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান ১৮০° ÷ ৩ = ৬০°।
- সুতরাং, একটি সমবাহু ত্রিভুজের তিনটি কোণের মান হলো ৬০°, ৬০°, ৬০°।