বৃত্তের সবচেয়ে বড় জ্যা কোনটি-

A ব্যাস

B ব্যাসার্ধ

C স্পর্শক

D জ্যা

Solution

Correct Answer: Option A

- বৃত্তের কেন্দ্রের মধ্য দিয়ে যে জ্যা অতিক্রম করে তাকে ব্যাস বলে।
- ব্যাস বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কেন্দ্রের মধ্য দিয়ে যায় বলে এটি বৃত্তের মধ্যে সম্ভব সবচেয়ে দীর্ঘ জ্যা
- অর্থাৎ, বৃত্তের সমস্ত জ্যার মধ্যে ব্যাসের দৈর্ঘ্য সর্বাধিক।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions