'প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে'।--- গানটির গীতিকার কে?

A শাহ আবদুল করিম

B শেখ ওয়াহিদ

C রাধারমন

D কুদ্দুস বয়াতি

Solution

Correct Answer: Option B

- 'প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে', 'সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী' অথবা 'সিলেটে আইসো সখা গানসহ' অসংখ্য কালজয়ী গানের লেখক- শেখ ওয়াহিদুর রহমান। এ গানের কণ্ঠশিল্পী কাঙ্গালিনী সুফিয়া।
- উল্লেখ্য, কাঙ্গালিনী সুফিয়ার আসল নাম টুনি হালদার। ইসলাম গ্রহণ করার পর টুনি হালদার থেকে নাম হয় সুফিয়া খাতন।
- শিল্পকলা একাডেমির সাবেক ডিজি মুস্তাফা মনােয়ার তাকে 'কাঙ্গালিনী' উপাধি প্রদান করেন।
==================

• শেখ ওয়াহিদুর রহমান:
• শেখ ওয়াহিদুর রহমানের জন্মগ্রহণ করেন ১৯৩৯ সালে।

• গানের জগতে শেখ ওয়াহিদের নাম খুব একটা উচ্চারিত হয় না—এ কথা পুরোপুরি ঠিক নয়। কারণ, আমরা অনেক সময় তাঁর লেখা গান শুনলেও গীতিকারের নাম উল্লেখ না থাকার কারণে তা জানা সম্ভব হয় না। অনেক ক্ষেত্রেই ভুলভাবে ধরে নেওয়া হয় যে, গীতিকার অজ্ঞাত। যদিও তিনি ব্যাপকভাবে পরিচিত নন, কবি শেখ ওয়াহিদ গানের জগতে একেবারেই অপরিচিত নন।

• তিনি সহজ-সরল ভাষায় গান লিখে ‘বাউল’ খ্যাতি অর্জন করেছেন। নানা ঘরানার গান রচনায় তাঁর দক্ষতা রয়েছে, যার ফলে তাঁর গানে এক অনন্য বৈচিত্র্য লক্ষ্য করা যায়।

• বঙ্গবন্ধু নিজে তাঁকে আদরের সাথে ‘দুষ্ট ছেলে’ নামে ডাকতেন—এই নামটিই তাঁর ডাকনাম হয়ে ওঠে।

• সিলেটের বিয়ানীবাজার উপজেলার এক নির্জন গ্রামে তাঁর জন্ম ও শৈশব কেটেছে। তাই তাঁর লেখা আঞ্চলিক গানে প্রতিফলিত হয় সেই এলাকার প্রকৃতি, সংস্কৃতি, জীবনঘনিষ্ঠতা এবং রূপ-রস-গন্ধের গভীর অনুভব।

• তিনি শুধু আঞ্চলিক গানই নন, পল্লিগীতি, ভাটিয়ালি, গণসঙ্গীত, মরমি, আধ্যাত্মিক ও শাক্ত পদাবলিও রচনা করেছেন। তাঁর গান পাঠ করলে ও শ্রবণ করলে স্পষ্ট বোঝা যায়—তিনি এই মাটি ও মানুষের প্রকৃত প্রতিনিধি।

• তাঁর রচিত উল্লেখযোগ্য কিছু গান হলো:
- আমার মাটির গাছে লাউ ধইরাছে,
- আল-আরাবি নাবীজি আমার,
- অপূর্ব তটিনী ওগো,
- অলি দরবেশ কারে বলে,
- অমৃত কূপের সুধা খেলে,
- আদমকে বানাইয়া খোদা।

• তাঁর রচিত কিছু বিয়ার গান:
- মেনদি বাটো তোমরা সখি,
- আজ ঝিলমিল ঝিলমিল,
- মিতু আসবে নওশা সেজে,
- বিয়াই মজলিসে দেখবে,
- পালকি চড়ে যাইগো ভাবি,
- সখীরা সব সাজাও কন্যা। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions