Correct Answer: Option B
• গানের জগতে শেখ ওয়াহিদের নাম খুব একটা উচ্চারিত হয় না—এ কথা পুরোপুরি ঠিক নয়। কারণ, আমরা অনেক সময় তাঁর লেখা গান শুনলেও গীতিকারের নাম উল্লেখ না থাকার কারণে তা জানা সম্ভব হয় না। অনেক ক্ষেত্রেই ভুলভাবে ধরে নেওয়া হয় যে, গীতিকার অজ্ঞাত। যদিও তিনি ব্যাপকভাবে পরিচিত নন, কবি শেখ ওয়াহিদ গানের জগতে একেবারেই অপরিচিত নন।
• তিনি সহজ-সরল ভাষায় গান লিখে ‘বাউল’ খ্যাতি অর্জন করেছেন। নানা ঘরানার গান রচনায় তাঁর দক্ষতা রয়েছে, যার ফলে তাঁর গানে এক অনন্য বৈচিত্র্য লক্ষ্য করা যায়।
• বঙ্গবন্ধু নিজে তাঁকে আদরের সাথে ‘দুষ্ট ছেলে’ নামে ডাকতেন—এই নামটিই তাঁর ডাকনাম হয়ে ওঠে।
• সিলেটের বিয়ানীবাজার উপজেলার এক নির্জন গ্রামে তাঁর জন্ম ও শৈশব কেটেছে। তাই তাঁর লেখা আঞ্চলিক গানে প্রতিফলিত হয় সেই এলাকার প্রকৃতি, সংস্কৃতি, জীবনঘনিষ্ঠতা এবং রূপ-রস-গন্ধের গভীর অনুভব।
• তিনি শুধু আঞ্চলিক গানই নন, পল্লিগীতি, ভাটিয়ালি, গণসঙ্গীত, মরমি, আধ্যাত্মিক ও শাক্ত পদাবলিও রচনা করেছেন। তাঁর গান পাঠ করলে ও শ্রবণ করলে স্পষ্ট বোঝা যায়—তিনি এই মাটি ও মানুষের প্রকৃত প্রতিনিধি।
• তাঁর রচিত উল্লেখযোগ্য কিছু গান হলো:Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions